মন্তব্য
রংপুর শ্রম আদালতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সিনিয়র খামার ব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত) মো. ফারুকুল ইসলাম মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মামলাটি করেন। মামলার বাকি আসামিরা ফাউন্ডেশনের গ্রামীণ কৃষি কর্মকর্তা।
মামলায় ন্যায্য মজুরি প্রদান না করা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে- মজুরি, গ্রাচ্যুইটি ও অর্জিত ছুটির অর্থ বাবদ আসামিদের কাছে বাদির পাওনা ৯ লাখ ৭৫ হাজার ১২৫ টাকা। এ পাওনা প্রদান না করেই বাদিকে বিভিন্ন সময় চাপপ্রয়োগ করে অবসর নিতে বাধ্য করেছেন আসামিরা। তাই বিচার চেয়ে তিনি মামলাটি করেছেন।
বিডি/এন/এমকে