লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৩

 

সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হওয়ার কারণে সারাদেশে বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত কমবেশি সারা দিনই হতে পারে। এমন পরিস্থিতিতে নদী বন্দরগুলোকে নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিভাগগুলোর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম সিলেটের অধিকাংশ জায়গায় এবং খুলনার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও সম্ভাবনা আছে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের। বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর