আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা

রবি
১৭ অগাস্ট ২০২৩

দেশের ৮ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) শুরু হচ্ছে। তবে বন্যার কারণে চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা এখন শুরু হচ্ছে না। ২৭ আগস্ট শুরু হবে এসব বোর্ডের পরীক্ষা।



পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্বের কারণ রেজিস্টারে লিখে নিয়ে প্রবেশ করতে হবে। দেরিতে প্রবেশের কারণ নিয়ে ওইদিনই শিক্ষাবোর্ডে প্রতিবেদন দিতে হবে।


এবার ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। গতবারের চেয়ে এবার ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। এবার ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আরআই


মন্তব্য
জেলার খবর