সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট দেশে পরিণত করার লক্ষ্যে
কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আইনি ব্যবস্থাকে একটি ‘স্মার্ট
বিচার’ বিভাগে পরিণত করার ব্যবস্থা নিয়েছে সরকার।’
তিনি বলেন, ‘সরকার ভার্চুয়াল আদালত স্থাপন করেছে, যা উল্লেখযোগ্যহারে মামলার
বিশাল জট কমাতে সহায়তা করে।’
সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার এক অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে তারা দেশের সব
আদালতে দরিদ্র ও অসচ্ছল বাদী-বিবাদীদের জন্য আইনি সহায়তা চালু করেছে। আমি বিশ্বাস করি
এ সমস্ত ব্যবস্থা ন্যায়বিচার পাওয়ার পথকে সহজ করেছে।’
এসময় প্রধানমন্ত্রী ‘রেকর্ড ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি সুপ্রিম
কোর্টের একটি প্রকাশনা ‘আমাদের বিচারালয়’ এর
মোড়ক ও উন্মোচন করেন। একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় এবং বাংলাদেশ
সুপ্রিম কোর্টের যাত্রার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আরআই