লঘুচাপের প্রভাবে যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৩

null

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের  প্রভাবে দেশের বেশ কয়েকটি বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিকে তাপমাত্রা সারা দেশে দিনে সামান্য কমতে পারে। বিপরীতে রাতের প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বৃহস্পতিবার (২৭ জুলাই) এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, বিভাগগুলোর মধ্যে খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও ঢাকার কিছু জায়গায় এবং রাজশাহীর দুই-এক জায়গায়  বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে।

ওদিকে ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও মৌলভীবাজার জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।


বিডি/এন/এমকে 


মন্তব্য
জেলার খবর