দেশে ডেঙ্গু সংক্রমণ শনাক্তের পরে ২৪ ঘণ্টার হিসাবে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বুধবার (২৬ জুলাই)। এ সময়ে বিভিন্ন হাসপাতালে মিলে দুই হাজার ৬৫৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত ১৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভর্তি ও মৃত্যু সংক্রান্ত এ তথ্য জানানো হয়।
এর আগে দেশে ডেঙ্গু সংক্রমণের পর ২০১৯ সালের ৭ আগস্ট দুই হাজার ৪২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। ভর্তির ক্ষেত্রে ২৪ ঘণ্টা গণনা করা হয়- আগের দিন সকাল আটটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত।
প্রাপ্ত তথ্য বলছে, বুধবার সকাল আটটার আগের ২৪ ঘণ্টায় ভর্তিকৃতদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩২৭ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি এক হাজার ৩২৬ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ৪০ হাজার ৩৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মারা গেছেন ২১৫ জন ডেঙ্গু রোগী।
এ বছরে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বেশিরভাগই ঢাকায়, ২৩ হাজার ৬৭৬ জন। ঢাকার বাইরে ১৬ হাজার ৬৬৫ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আট হাজার ১৮৯ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৯৩৭ জন।
বিডি/এন/এমকে