বাংলাদেশের শ্রমিকদের প্রশংসা করে বৈধভাবে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছেন
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেছেন, ‘বাংলাদেশের কর্মীরা এখানে খুব
ভালো কাজ করছেন। তাদের যথেষ্ট বিশ্বাসযোগ্যতা আছে। তবে, আমি অবৈধ শ্রমিক চাই না।’
মঙ্গলবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে
তিনি এসব কথা বলেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা
জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশের জন্য বৈধ উপায়ে ইতালিতে শ্রমিক পাঠানোর দ্বার খুলছে বলেও জানান
মোমেন।
ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় পালাজ্জো চিগিতে পৌঁছালে জর্জিয়া মেলোনি
শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। এসময় তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে দুই নেতা
বৈঠকে মিলিত হন। বৈঠকে ইতালিতে বাংলাদেশি প্রবাসী, দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন
বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘নথিভুক্ত ও অনথিভুক্ত উভয় ধরনের বাংলাদেশি
দুই দেশের কল্যাণে কাজ করছে। তবে, বাংলাদেশও অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করে। আমি অবৈধ
অভিবাসনের প্রতি শূন্য সহনশীলতা নীতিতে বিশ্বাসী। বাংলাদেশের পক্ষ থেকে অন্য দেশ থেকে
অবৈধ পথে ইতালিতে আসা অভিবাসী বাংলাদেশিদের আটকাতে ইতালীয় কর্তৃপক্ষকে বলা হয়েছে।’
জর্জিয়া মেলোনি বলেন, ‘ইতালি ও বাংলাদেশ যৌথ সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক
ব্যবসা-বাণিজ্য জোরদার করতে পারে।’
শেখ হাসিনা বাংলাদেশ থেকে চামড়াজাত পণ্য আমদানি প্রক্রিয়া সহজ করতে ইতালির
প্রতি আহ্বান জানান। জবাবে ইতালির পক্ষ থেকে এ বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখানো হয়।
এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন জানানোয় ইতালিকে ধন্যবাদ জানান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরআই