ডেঙ্গু নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না

নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২৩

ডেঙ্গু নিয়ন্ত্রণ নয়, চিকিৎসা সেবা দেওয়াই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ। কাজ জনগণকে অবহিত করা। এমনটাই জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৪ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে বিষয়টি সাংবাদিকদের জানান তিনি।

ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সেবা প্রসঙ্গে মন্ত্রী জাহিদ মালেক বলেন, কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে চলে আসতে হবে। জ্বর হলে তাড়াতাড়ি পরীক্ষাটা করতে হবে। ওষুধ আছে, চিকিৎসারও কোন ঘাটতি নেই। গ্রামে বিশেষায়িত চিকিৎসা না থাকায় অনেকেই ঢাকায় চলে আসেন বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারিভাবে ডেঙ্গু পরীক্ষার ফি ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা করে দেওয়া হয়েছে। এটা করা হয়েছে, যাতে লোকজনের মধ্যে আগ্রহ বাড়ে।

ঢাকা শহরে ডেঙ্গু রোগী বেশি, অন্যান্য জেলাতেও বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে মশা কমাতে হবে। মশা কমলে আক্রান্ত কম হবে। সিটি করপোরেশনকে শুধু বর্ষা মৌসুমে মশা নিধনের কাজ করলে হবে না, সারা বছরই কাজটি করতে হবে। ডেঙ্গু ভালোভাবে নিয়ন্ত্রণ করা অন্যান্য দেশের পরামর্শ নেওয়া যেতে পারে বলেও মনে করেন মন্ত্রী।

মন্ত্রী জাহিদ মালেক বলেন, অনেক রোগীর অভিযোগ- তাদের এলাকায় মশা নিধনে যেটা স্প্রে করা হয় তাতে মশা মরে না, লার্ভা ধ্বংস হয় না। এক্ষেত্রে ওষুধেরও পরিবর্তন হওয়া দরকার। সেই সঙ্গে জনগনের সচেতন হওয়া উচিৎ।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর