ট্রেনের টিকিটিং ব্যবস্থায় তিন সেবা অন্তর্ভুক্ত, কার্যকর শুরু ১ মার্চ

১৫ ফেব্রুয়ারী ২০২৩

দেশের রেলওয়ে টিকিটিং ব্যবস্থায় তিনটি সেবা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণকারীদের নিকট থেকে  জরিমানাসহ ভাড়া আদায় সহজ করতে এ সব সেবা অন্তর্ভুক্ত করা হচ্ছে। এগুলো আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে।  বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার রেলভবনে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সেবা তিনটি  হচ্ছে — জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে  আন্তঃনগর ট্রেনের টিকিটিং ব্যবস্থা, টিকিট চেকিং ব্যবস্থায় পস (পয়েন্ট অব সেলস) মেশিনের প্রবর্তন এবং অনলাইনের মাধ্যমে কেনা টিকিট অনলাইনেই রিফান্ডের ব্যবস্থা।

‘টিকিট যার, ভ্রমণ তার’— এ কার্যক্রম বাস্তবায়নে  রেলওয়ে টিকিট সংগ্রহে এনআইডি ও জন্মনিবন্ধন সনদ এবং পস ডিভাইস সংযোজন সংক্রান্ত এক সেমিনারের পর এ সংবাদ সম্মেলন হয়।

 

এমকে


মন্তব্য
জেলার খবর