মন্তব্য
রোববার (১০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। তবে এ সময়ে পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪২ জনের নমুনায়। পাশাপাশি সুস্থতা ফিরে পেয়েছেন ৭০৭ জন করোনা রোগী। রোববার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮০। নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ২৫৪টি, বিপরীতে পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ২৪৪টি।
অধিদফতরটি জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জনের। এর মধ্যে ২৯ হাজার ১২৩ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ১৭৯টি। শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ছয়।
এমকে