মন্তব্য
প্রতি মাসে দেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয়ে একটি কৌশল নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’-এ দেওয়া ক্ষমতা বলে এটা করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) রাজধানী ঢাকায় বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী আরও বলেন- যাতে প্রতি মাসে ধারাবাহিকতা থাকে, সে জন্য এ কৌশল তৈরি করা হয়েছে। সংশোধনী আইন অনুযায়ী বিশেষ ক্ষেত্রে বিইআরসি নয়, ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের দাম নির্ধারণ, পুন নির্ধারণ ও সমন্বয় করতে পারবে সরকার। গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী নসরুল হামিদ বলেন, ভোক্তা এবং বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই দাম বাড়ানো হবে।
এমকে