দেশে ঝড়-বৃষ্টির পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর

২৪ ডিসেম্বর ২০২২

আগামী তিন দিনের মাথায় দেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে শীত জেঁকে বসেছে। তাপমাত্রা ইতোমধ্যে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। দেশের দুই জেলা নওগাঁ ও পঞ্চগরে বয়ে যাচ্ছে মৃদ শৈত্যপ্রবাহ।

শনিবার (২৪ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে  নদ-নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বদলগাছি ও তেঁতুলিয়ায়।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর