অন্যান্য সরকারের তুলনায় আওয়ামী লীগ সরকারের আমলে দেশের কতটা উন্নয়ন হয়েছে, অন্তত সেটা বিবেচনা করে দেখতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সেই তুলনা করেই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে-তারা কী চান।
বুধবার (২১ ডিসেম্বর) দেশের ৫০টি জেলায় ১০০টি মহাসড়কের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহাসড়কগুলো উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, সুবিধাগুলো যতটুকু পেয়েছেন- ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে। আর পেয়েছেন স্বাধীনতার পর সেই ৭২ থেকে ৭৫ সাল, জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সড়ক ও সেতু মেরামত এবং নির্মাণ করেছেন। প্রশ্ন রেখে তিনি বলেন, আওয়ামী লীগের বাইরে ২৯ বছর বা ৩০ বছর যারা ক্ষমতায় ছিল, তারা দেশের জন্য কতটুকু উন্নতি করেছে? আর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে কি করেছে?
শেখ হাসিনা বলেন, তার সরকার ডিজিটাল বাংলাদেশ করেছে। জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা করে এ দেশের জনগোষ্ঠীকে একটা উন্নত জীবন দিতে ডেল্টা প্ল্যান প্রণয়ন করেছে, সেটাও বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি বলেন, কখন বাংলাদেশের মানুষ উন্নত জীবন পেল আর কখন এ দেশের মানুষ সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির কবলে পড়ে নিজের জীবনমানকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে গেছিল, সেটা সকলকে স্মরণ করেই তুলনা করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, অনলাইন ডিজিটাল পদ্ধতিতে এখন সব যোগাযোগ কাজেই সত্য মিথ্যা অনেক কিছু বলা যেতে পারে। কিন্তু তার সরকার বিশ্বাস করে সাধারণ মানুষের উন্নয়নে, গণমানুষ যেন ভাল জীবনযাপন করতে পারে সেই ক্ষেত্রে। বারবার ঝড়-ঝাপটা এসেছে, তার সরকার সেটা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এগিয়ে যাবে।
শেখ হাসিনা বলেন, এরপরও যারা বলেন- আওয়ামী লীগ সরকার দেশ ধ্বংস করে দিয়েছে, কিছুই নাকি করেনি। দেশের মানুষ সেটা বিশ্বাস করবেন কি-না, সেটাই প্রশ্ন?
এমকে