আমেরিকা ও তার অনুচর বাহিনী’ ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় বলে মন্তব্য করেছেন রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই প্যাতরুশেভ। সোমবার মস্কোয় এক বক্তব্যে তিনি এ মন্তব্য করন। তিনি বলেন, সার্বিকভাবে ইউক্রেনের চলমান ঘটনাপ্রবাহ প্রমাণ করে আমেরিকা ও তার অনুচরেরা ইউক্রেনে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ঢল নামিয়ে চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। এসব সমরাস্ত্র পরবর্তীতে ইউক্রেনের নিরীহ জনগণকে দমনের কাজে ব্যবহৃত হবে।
প্যাতরুশেভ আরো বলেন, ইউক্রেনের ‘নাৎসিবাদী সরকারের’ প্রতি পশ্চিমাদের সমরাস্ত্র সহযোগিতা এবং রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা ও চাপপ্রয়োগ সত্ত্বেও ইউক্রেনে রাশিয়ার সামরিক লক্ষ্যগুলো অর্জিত হবেই
তিনি জাপোরোজ্জিয়া পরমাণু স্থাপনার নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, ন্যাটো বাহিনীর দেয়া সমরাস্ত্র দিয়ে চালানো হামলা ওই পরমাণু স্থাপনার জন্য ঘোরতর হুমকি সৃষ্টি করেছে। রুশ সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ ধরনের হামলা শুধু ইউক্রেনের বেশিরভাগ জনগোষ্ঠীর জন্য নয় সেইসঙ্গে ইউরোপীয় জনগণের জন্যও বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
সূত্র: পার্সটুডে