রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা হিতে বিপরীত হয়েছে : গ্রিসের প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর ২০২২

রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা মরার উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরাকস মিটসোটাকিস। তিনি বলেছেন,  পরিণতি জেনেও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রোববার এক সংবাদ সম্মেলনে গ্রিসের প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।

 

তিনি বলেন, “যখন আমরা রাশিয়ার উপর চরম নিষেধাজ্ঞা আরোপ করেছি, তখন আমরা এ কথা জানতাম যে, আমরা আমাদের সমাজকে একটি কঠিন প্রক্রিয়ার সামনে ফেলেছি। আমরা আমাদের পছন্দের মূল্য দিচ্ছি।”

 

গ্রিসের প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার ওপর থেকে ইউরোপীয় ইউনিয়ন তাদের জ্বালানি নির্ভরতার অবসান ঘটাতে চাইছে। গ্রিসের জ্বালানি সঙ্কট মোকাবেলার জন্য তার সরকার পর্যাপ্ত তেল সরবরাহের ব্যবস্থা করেছে বলেও তিনি দাবি করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, আসন্ন শীতকালে গ্রিস জালানি সঙ্কটের মুখে পড়বে না। রাশিয়া গ্যাসের সরবরাহ বন্ধ করে দেয়ার পর সবচেয়ে খারাপ অবস্থার জন্য আমরা প্রস্তুত রয়েছি।


মন্তব্য
জেলার খবর