ট্রলির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

২৭ ফেব্রুয়ারী ২০২১

নীলফামারী সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুরে ইটবোঝাই ট্রলির ধাক্কায় বাঁধন ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বাইপাস রাবেয়া মোড় এলাকায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাঁধন উপজেলার হাজিবাড়ি এলাকার হামিদুল ইসলামের ছেলে।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, একটি ইটবোঝাই ট্রলি পেছন থেকে বাঁধনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কে ছিটকে পড়েন। এলাকাবাসী তাকে সৈয়দপুর ১০০ শষ্যা হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিজের বাড়ি থেকে ধীরে মোটরসাইকেল চালিয়ে সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন তিনি।

 

এমআইএস/এমকে


মন্তব্য
জেলার খবর