পঞ্চগড় সংবাদদাতা
পঞ্চগড় সদর উপজেলার শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের একটি রাউটারসহ ১১টি ল্যাপটপ চুরি হয়েছে। বিদ্যালয়ের ল্যাবরেটরি থেকে শনিবার রাতের (শুক্রবার দিনগত) প্রথমভাগের পরে কোন এক সময় ল্যাপটপগুলো চুরি হয়। এসব ল্যাপটপের দাম প্রায় সাড়ে ৮ লাখ টাকা বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, চুরি করতে বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে ল্যাবরেটরির দরজার হ্যাজবল বা সিটকানির উপরের পাতি কাটা হয়েছে। দরজার তালা আটকানোই ছিল।রাতে নৈশপ্রহরী থাকে বিদ্যালয়ে। চুরির ঘটনাটি প্রথমে তিনিই জানতে পারেন।
নৈশ প্রহরী সাইফুল ইসলাম বলেন, রাত ১২ টা পর্যন্ত আমি জেগে ছিলাম। এরপর ঘুমাতে যাই। হয়তো ঘুমিয়ে থাকার সুযোগেই চুরি হয়েছে। তিনি জানান, সকালে বিদ্যালয়ের ল্যাম্প বন্ধ করতে গিয়ে ল্যাবের দরজা খোলা দেখি এবং ভিতরে গিয়ে দেখি কোন ল্যাপটপ নেই। এরপরে শিক্ষকদের বিষয়টি জানাই।
স্থানীয়দের অভিযোগ, নৈশপ্রহরীর দায়িত্বে অবহেলার কারণেই এমনটা হয়েছে। অধিকাংশ রাতেই নৈশপ্রহরী বিদ্যালয়ে থাকেন না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, নৈশপ্রহরী রাতে ঠিকমতো থাকে না, এই কথা ঠিক নয়। কারণ, এর আগে এমন কিছু ঘটেনি।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, প্রধান শিক্ষক ও নৈশপ্রহরী এর দায় এড়াতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠণ করা হবে। এদিকে, ঘটনার ১৫ ঘন্টা পার হলেও কোন অভিযোগ বা ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আএন/এমকে