সোমবার (৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে চার জন করোনা রোগী মারা গেছেন, নমুনা পরীক্ষায় রোগটি শনাক্ত হয়েছে ৪৩৬ জনের। শনাক্তের হার দুই দশমিক ১৮। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৫৪৬ জন। সোমবার বিকালে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৮৯ জন। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ৯৫০টি। শনাক্তের হার ১৪ দশমিক ৩৮।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৭৬টি, পরীক্ষা হয়েছে ২০ হাজার ৯টি। মারা যাওয়া চার জনের মধ্যে পুরুষ তিন জন আর নারী একজন। বিভাগের মধ্যে ঢাকার তিন জন আর সিলেটের একজন। সবাই মারা গেছেন সরকারি হাসপাতালে।
এমকে