লবণ ব্যবসায় নিবন্ধন না করলে জেল-জরিমানা

১৫ নভেম্বর ২০২১

এখন থেকে লবণ আমদানি, উৎপাদন, গুদামজাত, ভোক্তা পর্যায়ে পাইকারি সরবরাহ ও প্রক্রিয়াজাত কিংবা পরিশোধন করতে চাইলে অবশ্যই নিবন্ধন নিতে হবে সংশ্লিষ্টদের। নিবন্ধন না করলে দুই বছরের জেল ভোগ ও ১০ লাখ টাকা জরিমানা গুনতে হবে। ‘আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১ এ এমন বিধান রাখা হয়েছে।  সোমববার আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১: অবহিতকরণ শীর্ষক জাতীয় কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে। রাজধানী ঢাকার সোনারগাঁও হোটেলে এ কর্মশালার আয়োজন করে শিল্প মন্ত্রণালয়।

কর্মশালায় জানানো হয়, এ আইনে প্যাকেট বা লেবেলবিহীন ভোজ্য বা অভোজ্য লবণ বিক্রি করলেও দুই বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আর মানুষের জন্য ভোজ্য লবণ এবং প্রাণিখাদ্য প্রস্তুতে ব্যবহৃত লবণে আয়োডিন না থাকলে সর্বোচ্চ তিন বছরের জেল এবং ১৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সভাপতিত্ব করেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। আরো বক্তব্য দেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোস্তাক হাসান ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি শেলডন ইয়েট প্রমুখ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর