লঞ্চে যাত্রী ভাড়া বাড়ানো হয়েছে। নতুন ভাড়ায় যাত্রীদের সর্বনিম্ন গুনতে হবে ২৫ টাকা। আর ২ টাকা ৩০ পয়সা গুনতে হবে ১০০ কিলোমিটারের মধ্যে গেলে, তার ঊর্ধ্বে গেলে গুনতে হবে ২ টাকা। এদিকে ভাড়া বাড়ানোর আশ্বাসে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থা। আগামীকাল থেকে লঞ্চ চলবে। রোববার নৌ পরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ও যাপ সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে লঞ্চ ভাড়া নির্ধারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র সঙ্গে বৈঠক করেন যাপ নেতারা। রাজধানী ঢাকার মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে এ বৈঠকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। তার আগে ভাড়া বাড়ানোর প্রস্তাবনাযুক্ত একটি চিঠি সংশ্লিষ্টদের দেন লঞ্চ মালিকরা হয়, এবং সিদ্ধান্তের জন্য শনিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দেন। এর মধ্যে সিদ্ধান্ত না আসায় শনিবার দুপুর থেকেই ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয় তারা। ভাড়া বাড়ানোর আগে ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সা, তার ঊর্ধ্বের কিলোমিটারে ১ টাকা ৪০ পয়সা ভাড়া ছিল। সর্বনিম্ন ভাড়া ছিল ১৮ টাকা।
এমকে