মৃত্যু ৪, শনাক্ত ১৭৮

০৭ নভেম্বর ২০২১

করোনায় ভুগে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। একই সময়ে পরীক্ষায় এ রোগ শনাক্ত হয়েছে ১৭৮ জনের নমুনায়। পাশাপাশি করোনামুক্ত হয়েছেন ১৯০ জন। রোববার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ১৩ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৯৫ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন।  এক কোটি ৪ লাখ ৭৩ হাজার ৬০০টি নমুনা পরীক্ষা  হয়েছে। শনাক্তের হার ১৫।

গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ১৭ শতাংশ নমুনায় করোনার উপস্থিতি মিলেছে। নমুনা সংগৃহিত হয়েছে ১৪ হাজার ৯০৬টি, অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা হয়েছে ১৫ হাজার ২৩৪টি। মৃতদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ১ জন। বিভাগের মধ্যে ঢাকার ২ জন, চট্টগ্রামে ১ জন এবং রাজশাহীতে একজন। সরকারি হাসপাতালে  জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর