বন্ধ রাখার তিন দিনের মাথায় রোববার (৭ নভেম্বর) বিকাল থেকে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বিআরটিএর সঙ্গে ভাড়া পুনঃনির্ধারণ বৈঠক শেষে রোববার বিকালে সাংবাদিকদের এ কথা জানান সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ খান।
এনায়েত উল্লাহ খান জানান, আগামীকাল থেকে নতুন ভাড়ায় বাস চলাচল করবে। বর্ধিত ভাড়া আদায়ের বিষয়ে নজরদারি থাকবে তাদের। ডিজেলের দাম কমানোর বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি তিনি।
এদিকে কত টাকা ভাড়া বাড়ছে, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বর্ধিত ভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার রাতেই জারি হতে পারে বলে জানা গেছে। তবে দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ ও মহানগর এলাকায় বাস ভাড়া ২৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণী কমিটির তরফ থেকে ওই বৈঠকে এ প্রস্তাব দেয়া হয় ।
প্রসঙ্গত, ডিজেলের দাম বৃদ্ধি করায় ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে সড়ক পরিবহন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা। তার আগে মঙ্গলবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়।
এমকে