পাগলা মসজিদের দানবাক্সে ১২ বস্তা টাকা!

০৬ নভেম্বর ২০২১

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স থেকে ১২ বস্তা টাকা পাওয়া গেছে। পাশাপাশি পাওয়া গেছেন সোনার অলংকার ও বৈদেশিক মুদ্রা। আটটি দানবাক্সে এসব দান করেন দাতারা। শনিবার সকাল ১০ টার দিকে মসজিদ কমিটি ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয়। এর আগে দানবাক্সগুলো খোলা হয়েছিল গত ১৯ জুন। তখন পাওয়া যায় দুই কোটি ৩৩ লাখ ৯৩ হাজার টাকা।

শনিবার দানবাক্স থেকে টাকাগুলো ১২টি বস্তায়  ভরে মসজিদের দুতলায় নেয়া হয় গণনার জন্য। কঠোর নিরাপত্তার মধ্যে মসজিদের নিজস্ব মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থী ও রূপালী ব্যাংকের কর্মকর্তারা টাকা গণনার কাজ শুরু করেন। তবে এবার অঙ্কে  কত টাকা পাওয়া গেছে- তাৎক্ষণিক সেটা জানা যায়নি। সাধারণত তিন মাস পরপর বাক্স খোলার রেওয়াজ রয়েছে মসজিদটিতে। করোনা কারণে এবার সময়ের ব্যবধানটা বাড়ানো হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর