সঠিক সময়েই পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

০৬ নভেম্বর ২০২১

নতুন বছরে সঠিক সময়েই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বলেছেন, করোনাকালেও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বইয়ে যেন ভুল-ভ্রান্তি না থাকে। শনিবার চাঁদপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান। শহরতলীর বাবুরহাট এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

শিক্ষামন্ত্রী আরো জানান, এরপরেও পাঠ্যবইয়ে কোনো অনিচ্ছাকৃত ভুল থাকলে অবশ্যই  সংশোধন করা হবে। পাঠ্যবইয়ে কিছু ভুল নিয়ে সম্প্রতি হওয়া মামলা প্রসঙ্গে বলেন, মামলার বাদী একগুচ্ছ শব্দের কথা বলেছেন। তবে যেটা ব্যবহার করা হয়েছে, সেটাও খুব ভুল নয়। তারপরেও সুযোগ থাকলে সংশোধন করা হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর