মৃত্যু কমে দাঁড়ালো এক

০৬ নভেম্বর ২০২১

করোনা পরিস্থিতির উন্নতিতে দেশে সাধারণ মানুষের মধ্যে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কমছে।  আর অনেকদিনই হচ্ছে কমছে করোনা রোগীর মৃত্যু শনাক্তের সংখ্যা। এ রোগে ভুগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন।  এ সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৫৪ জনের। শনিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত্যু ও শনাক্তের এ তথ্য জানিয়েছে। শনাক্তের ১০ দিনের মাথায় গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর, মারা যায় একজন। এরপর গত বছরের ৫ এপ্রিলের পর থেকে গত ১৯ মাসে আর একজনের মৃত্যুর খবর জানায়নি স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত এ রোগ শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৯১ জন এবং সুস্থ ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন। এক কোটি ৪ লাখ ৫৮ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা  হয়েছে। ১৫ দশমিক ০২ শতাংশ  নমুনায় এ রোগ শনাক্ত  হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৭ জন।  ১ দশমিক ১৮ শতাংশ নমুনায় করোনার উপস্থিতি মিলেছে। নমুনা সংগৃহিত হয়েছে ১৩ হাজার ১৫৫টি, অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৭২টি। মৃত ব্যক্তি পুরুষ এবং ঢাকা বিভাগের বাসিন্দা। সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর