প্রাথমিকভাবে টিকা পাবে ৩০ লাখ শিক্ষার্থী

১৪ অক্টোবর ২০২১

প্রাথমিকভাবে দেশের  ৩০ লাখ শিক্ষার্থীকে করোনার  টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, সরকারের হাতে থাকা ৬০ লাখ টিকার মধ্যে থেকে এ টিকা দেয়া হবে।দেশে  এক কোটি শিশু রয়েছে, পর্যায়ক্রমে তাদের টিকা দেয়া হবে।

বৃহস্পতিবার ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রথম দিনে পরীক্ষামূলকভাবে শতাধিক শিক্ষার্থীকে টিকা দেয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, খুবই নিরাপদ টিকা শিক্ষার্থীদের দেয়া হচ্ছে। আমেরিকার তৈরি এ টিকা  আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে দেয়া হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্বিগ্ন নিরসনে এ কর্মসূচি নেয়া হয়েছে। পরবর্তী সময়ে দেশের ২১টি টিকাদান কেন্দ্রে এ টিকা দেয়া হবে। রাজধানীতে বিশাল আয়োজনের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু করা হবে- যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর