চলমান গ্রীষ্মের তাপদাহ আর বেশি থাকছে না। দুই-একদিনের মধ্যেই দেশের সীমানায় মৌসুমি বায়ু ঢুকলে শুরু হবে বর্ষা। আর বর্ষা শুরুর পরপরই হতে পারে বজ্রঝড়। দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে এমনটাই ইঙ্গিত দেয়া আছে আবহাওয়া অধিদফতরের।প্রতিবছরই এ সময় মৌসুমি বায়ুর প্রভাবে বজ্রঝড় হয়।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস- চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, দুই-তিনটি বজ্রঝড় হতে পারে। মাসের প্রথমার্ধে সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভ ও বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর একটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। ২ থেকে ৩ দিন উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত মাঝারি বা তীব্র বজ্রঝড় ও অন্য এলাকায় ৩ থেকে ৪টি হালকা বা মাঝারি বজ্রঝড় হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ফলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এমকে