বাজেট অধিবেশন শুরু, উত্থাপন হচ্ছে আজ

০৩ জুন ২০২১

জাতীয় একাদশ সংসদের ত্রয়োদশ  অধিবেশন বুধবার  থেকে শুরু হয়েছে। এ অধিবেশনেই পাশ হবে আগামী অর্থবছরের (২০২১-২২) বাজেট। আজ বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অধিবেশন চলাকালে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনান্তে মাসের শেষের কার্যদিবসে পাশ হবে এ বাজেট।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।  করোনার কারণে  সংক্ষিপ্ত হবে এ অধিবেশন।  স্বাস্থ্যবিধি মেনে চলবে অধিবেশন। করোনা নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিতে পারবেন। গত অর্থবছরের বাজেট অধিবেশনের মতো এবারো তালিকা করে সংসদ সদস্যরা বৈঠকে অংশ নেবেন। প্রতি কার্যদিবসে ১০০-১২০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে উপস্থিতি সংখ্যা। একজন সংসদ সদস্য ৩-৪ কার্যদিবস অধিবেশনে যোগ দেবেন। সংসদ সদস্যরা কে কোন কার্যদিবসে যোগ দেবেন তা  আগেই জাতীয় সংসদের হুইপের দফতর থেকে জানিয়ে দেয়া হয়েছে। সংসদ চলাকালীন দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে। শুধু বাজেট উত্থাপনের দিন সংসদ ভবনের সাংবাদিক লাউঞ্জে থাকতে পারবেন সাংবাদিকরা। সাধারণতো বাজেট উত্থাপনের দিনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সংসদের বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও করোনার কারণে এবার তা হচ্ছে না।

এমকে

 


মন্তব্য
জেলার খবর