উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রীর মোবাইল

০৩ জুন ২০২১

ঘটনার চারদিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোন। ফোনটি উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন কাফরুল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিমুজ্জামান।

বুধবার  রাতে ওসি গণমাধ্যমকে জানিয়েছেন, পরিকল্পনা মন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইলটি এখনো বন্ধ রয়েছে। আশা করছি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত মোবাইলটি উদ্ধার করা সম্ভব হবে।

প্রসঙ্গত, রাজধানীর বিজয় সরণিতে যানজটে আটকা পড়া অবস্থায় গাড়ির গ্লাস খুলে কথা বলার সময় পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোনটি ছোঁ মেরে নিয়ে যায় এক ব্যক্তি।পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ওই পথে ফিরছিলেন তিনি। এ ঘটনায় পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা করেন।

এমকে


মন্তব্য
জেলার খবর