কয়লাখনি দুর্নীতি মামলা নিষ্পত্তির নির্দেশ

২৫ মে ২০২১

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পর্যবেক্ষণ দিয়েছেন এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের অপরাধের উপাদান রয়েছে। খারিজ করে দেয়া এ সংক্রান্ত রুলের পূর্ণাঙ্গ রায়ে  পর্যবেক্ষণসহ এ নির্দেশনা দেয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চের ঘোষণা করা রায়টির পূর্ণাঙ্গ অনুলিপি সোমবার প্রকাশিত হয়।

এর আগে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত আমিনুল হক জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে  ২০১৯ সালের ২১ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট।  পরবর্তীতে এ রুলের চূড়ান্ত শুনানি শেষে রুলটি খারিজ করে রায়টি ঘোষণা করা হয়।

 প্রসঙ্গত, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে শাহবাগ থানায়  মামলাটি করে দুদক। মামলায় খালেদা জিয়া ও তার সরকারের আমলের মন্ত্রীদের আসামি করা হয়।

 

 


মন্তব্য
জেলার খবর