দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৫ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪৪১ জনের। আর সংক্রামক এ রোগ থেকে সুস্থ্ হয়েছেন জন ৮৩৪ জন। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত সাত লাখ ৯০ হাজার ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৪০১ জন। সুস্থ হয়েছেন সাত লাখ ৩১ হাজার ৫৩১ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৫৮ লাখ ৩৮ হাজার ২৯৫টি। শনাক্তরে হার ১৩ দশমকি ৫৪।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৩৩৫ টি, পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৬৮৩টি। শনাক্তরে হার আট দশমকি ১৫ । মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২১ জন আর নারী চার জন। বিভাগভিত্তিক ঢাকা ও চট্টগ্রামে ছয় জন করে খুলনায় সাত জন আর রাজশাহী ও রংপুরে তিন জন করে আছেন। সরকারি হাসপাতালে ২০ জন, বেসরকারি হাসপাতালে তিন জন আর বাড়িতে দুই জন মারা গেছেন।
এমকে