করোনার বিস্তার রোধকল্পে সরকার আরোপিত বিধিনিষেধের (‘লকডাউন’) মেয়াদ আর সাতদিন বাড়তে পারে। আর বাড়ানো হলে চলতি মাসের গোটাটাই পার হবে লকডাউনে। ইতোমধ্যেই মেয়াদ বাড়ানোর জন্য সুপারিশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ২৩ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সুপারিশ করলেও করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সবশেষ বৈঠকে মেয়াদ বাড়ানোর বিষয়ে সুপারিশের কোনো সিদ্ধান্ত হয়নি। ১৮ মে এ বৈঠকে হয়। মাস্ক পরা তথা স্বাস্থ্যবিধি মানানোর ওপর এ পরামর্শক কমিটি জোর দিচ্ছে বলে জানা গেছে।
সীমান্ত জেলাগুলোয় ভারতীয় ভেরিয়েন্টের সংক্রমণের আশঙ্কা থাকায় বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাব করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসঙ্গত, করোনার বিস্তার রোধে গত ১৪ এপ্রিল আটদিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। পরে চার দফা এ মেয়াদ বাড়ানো হয়। আগামী রোববার (২৩ মে) মধ্যরাতে এ মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। বিধিনিষেধকালে আন্তঃজেলা বাস সার্ভিস, লঞ্চ ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এমকে