২ লাখ ৩৬ হাজারের বেশি কোটি টাকার এডিপি অনুমোদন

১৯ মে ২০২১

সব মিলিয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন করেছে এডিপি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি)। আগামী অর্থবছরের জন্য এ এডিপি চলতি অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় ১৪ শতাংশ বেশি।এর মধ্য স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নের প্রকল্পে বরাদ্দ রয়েছে ১১হাজার ৪৬৮ কোটি ৯৫ লাখ টাকা।

মঙ্গলবার এনইসির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে এ বিষয়ে অনলাইনে সাংবাদিকদের তথ্য দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, এ এডিপির ব্যয় নির্বাহে অভ্যন্তরীণ উৎস থেকে জোগান দেয়া হবে এক লাখ ৩৭ হাজার ২৯৯ কোটি টাকা। আর ৮৮ হাজার ২৪ কোটি টাকা আসবে বৈদেশিক উৎস থেকে। এবারও দেশজ সম্পদ, বৈদেশিক অর্থায়ন ও সামষ্টিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে এডিপি চূড়ান্ত করা হয়েছে। উচ্চতর প্রবৃদ্ধি অর্জন ও মাথাপিছু আয় বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে। এর বাইরে দারিদ্র্য হ্রাস ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা কৌশল এবং লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টিও গুরুত্ব দেয়া হয়েছে।

পরিকল্পনামন্ত্রী জানান, সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে, ৬১ হাজার ৬৩১ কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প, ১৮ হাজার ৪২৬ কোটি টাকা। মন্ত্রণালয়ভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগকে, প্রায় ৩৩ হাজার ৮৯৬ কোটি টাকা।

নতুন প্রকল্পে বরাদ্দ (থোক) দেয়া হয়েছে ৪ হাজার ১৪৭ কোটি টাকা। এর মধ্যে স্থানীয় মুদ্রা ২ হাজার ৮৯৩ কোটি এবং প্রকল্প ঋণ ১ হাজার  ২৫৪ কোটি টাকা। এর বাইরে বরাদ্দবিহীনভাবে অননুমোদিত নতুন ৫৯৬টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এডিপিতে ২০২২ সালের ৩০ জুনের মধ্যে সমাপ্তির জন্য  প্রকল্প নির্ধারণ করা  হয়েছে ৩৫৬টি।

এমকে


মন্তব্য
জেলার খবর