বর্ধিত মেয়াদের বিধিনিষেধে নতুন নির্দেশনা

০৬ মে ২০২১

দেশে করোনা সংক্রমণ রোধে সরকার আরোপিত চলমান বিধি-নিষেধের (‘লকডাউন’) মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে আগের নির্দেশনার সঙ্গে নতুন করে কিছু নির্দেশনা যুক্ত করা হয়েছে। কঠোরতার কথা বলা হয়েছে বাড়ির বাইরে মাস্ক ব্যবহারে। বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নির্দেশনা সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে- সরকার নির্ধারিত ঈদের ছুটির তিন দিনের বেশি নয়।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে। গণপরিবহন চলবে, তবে এক জেলার বাইরে অন্য জেলায় যেতে পারবে না।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর