বাংলাদেশকে টিকা তৈরির ফর্মুলা দেবে রাশিয়া

২৩ এপ্রিল ২০২১

ফর্মুলা কাউকে দেখানো যাবে না, গোপন রাখতে হবে এমন শর্তে বাংলাদেশকে করোনা টিকা তৈরির ফুর্মলা দেবে রাশিয়া। যৌথভাবে করোনার টিকা উৎপাদন করবে বাংলাদেশ ও রাশিয়া, এজন্য সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। দেশটির সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদননে গেলেও পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা কিনবে বাংলাদেশ।

মন্ত্রী আব্দুল মোমেন বলেন, রাশিয়া আমাদের টিকা দিতে যে রাজি, সেটা জানিয়েছে। তবে বাংলাদেশের যে চাহিদা, সেটা তারা পূরণ করতে পারবে না। এজন্য তারা টিকার ফর্মুলা দিতে রাজি হয়েছে। তিনি জানান, বাংলাদেশে টিকা উৎপাদনে সক্ষম এমন একাধিক প্রতিষ্ঠানের নামের তালিকা রাশিয়াকে দেয়া হয়েছে। এখন রাশিয়া এক বা একাধিক প্রতিষ্ঠানকে এ ফর্মুলা দিতে পারে। রাশিয়া যৌথভাবে বাংলাদেশে উৎপাদিত টিকা তৃতীয় দেশে রপ্তানির প্রস্তাব মেনে নিয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর