জাতিসংঘের তিন নির্বাচনে জয় পেল বাংলাদেশ

২২ এপ্রিল ২০২১

মাদকদ্রব্য বিষয়ক কমিশন (সিএনডি)সহ জাতিসংঘের তিন নির্বাচনে সদস্য হিসেবে জয় পেয়েছে বাংলাদেশ। জাতিসংঘ স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাকি দুটি নির্বাচন হচ্ছে- ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের নির্বাচন, এ দুটি নির্বাচনে পূনঃনির্বাচিত হয়েছে বাংলাদেশ।  

সিএনডি’র সদস্যের দায়িত্বের মেয়াদকাল তিন বছর। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)’র সহযোগী সংস্থা সিএনডি’র এ নতুন পরিষদ ২০২২ সালের জানুয়ারি মাসে দায়িত্বভার গ্রহণ করবে। একই সময়ে কার্যক্রম শুরু করবে ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ড দুটিও। উল্লেখ্য বর্তমানেও বোর্ড দুটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ।নির্বাহী বোর্ডই জাতিসংঘের গুরুত্বপূর্ণ এ সংস্থা দুটি’র মূল পরিচালনা পর্ষদ।

নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দফতরে ইকোসকের ব্যবস্থাপনা সভায় সদস্য রাষ্ট্রগুলোর প্রত্যক্ষ ভোটে সিএনডি’র সদস্যে হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে (৪৩ ভোট) জয় পেয়েছে বাংলাদোশ। বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, এবং ইরান এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সংস্থাটির কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে।

সিএনডি ৫৩ সদস্যের একটি সংস্থা, কমিশনটি বৈশ্বিক মাদকদ্রব্য পরিস্থিতি পর্যালোচনা ও বিশ্লেষণ, সরবরাহ ও চাহিদা হ্রাস বিবেচনা এবং রেজ্যুলেশন ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এ বিষয়ক সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়। কমিশনের সদর দফতর ভিয়েনায় ।

এমকে


মন্তব্য
জেলার খবর