পারিবারিক ৯০ হাজার মামলার বিচারাধীন

নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৫

সারা দেশে  ৯০ হাজার মামলার বিচারাধীন রয়েছে পারিবারিক আদালতে। দিনে দিনে মামলা বাড়লেও আদালত বাড়েনি। ফলে মামলার চাপে শুনানির দিন পড়েছে কয়েকমাস পর পর। আবার নির্ধারিত তারিখে বিবাদী-সাক্ষী যথাসময়ে হাজির না হওয়ায়, পাশাপাশি অনেক সময় বিচারকের কারণেও শুনানি পিছেয়ে যাচ্ছে। ফলে দীর্ঘসূত্রিতার গ্যারাকলে আটকে যাচ্ছে বিচারপ্রার্থীরা।

এদিকে এ ভোগান্তির মধ্যে পারিবারিক মামলা সংক্রান্ত নতুন অধ্যাদেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেননা এ অধ্যাদেশ অনুযায়ী, আদালতে আসার আগে বিচারপ্রার্থীদের মামলা নিয়ে যেতে হবে লিগ্যাল এইড অফিসে। এ পরিস্থিতিতে লিগ্যাল এইড অফিসের পরিধি ও জনবল না বাড়ালে এটা ভোগান্তি  আরও বাড়াবে বলে মনে করছেন আইনজীবীরা।

প্রাপ্ত তথ্যমতে, পারিবারিক আদালতে থেকে ১০ বছর ধরে একটি মামলা ঝুলতে থাকার নজিরও আছে। পারিবারিক মামলা বিশেষ করে সন্তানের অভিভাবকত্ব সংক্রান্ত মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশনা রয়েছে। কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা কতটুকু অনুসরণ করা হচ্ছে, সে বিষয়টি প্রশ্নবিদ্ধ।

পারিবারিক মামলাগুলোর মধ্যে ঢাকার তিনটি পারিবারিক আদালতেই ঝুলছে ১৩ হাজার মামলা। তিনটি পারিবারিক আদালতে দেখা যায়, ছোট্ট এজলাস কক্ষ।  নথিতে ভরপুর প্রতিটি কক্ষ। ভেতরে বিচারপ্রার্থীদের বসার বেঞ্চ সীমিত। তাই বাধ্য হয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় বিচারপ্রার্থীদের। বিচারপ্রার্থী বিশেষত নারী শিশুদের জন্য চরম ভোগান্তি রয়েছে আদালতে।

তথ্য বলছে, ২০০০ সালে ঢাকায় ৩টি পারিবারিক আদালত ছিল। ২৬ বছরে মামলা বেড়েছে কয়েকগুন, কিন্তু আদালত সেই তিনটিই আছে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর