আশুরাকে ঘিরে কোনও হুমকি নেই : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৪

আশুরাকে ঘিরে সুনির্দিষ্ট কোনও হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান। বলেছেন, তারপরও সবাইকে খেয়াল রাখতে হবে- কিছু দুষ্টু লোক থাকতে পারে, স্বার্থসিদ্ধির জন্য যে কোনও কিছু করতে পারে তারা। পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ১৭ জুলাই পবিত্র আশুরা পালন হবে দেশে। আশুরা পালন ও তাজিয়া কর্মসূচি উপলক্ষ্যে মঙ্গলবার ( জুলাই)  ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সভা হয়। সেখানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তাজিয়া মিছিলের আয়োজকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন,  নির্দিষ্ট আর্মবেন্ড পরিহিত স্বেচ্ছাসেবক নিয়োগ দিতে হবে যেন তাদের দেখেই চেনা যায়। তারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। কোনও গুজব বা নেতিবাচক সংবাদ পেলে বিষয়টি দ্রুত পুলিশকে জানাতে হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর