টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার ক্লাবে নাম লেখালেন মমিনুল

নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৪

চট্রগ্রাম টেস্টে সফররত শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংস ১৭৮ রানেই গুটিয়ে গেছে। টাইগারদের ফলো-অনে পড়া এ ইনিংসে লঙ্কানদের লিড ৩৫৩। বড় হতাশার মধ্যে এ ইনিংসেই টেস্ট ক্যারিয়ারে হাজার ক্লাবে নাম লেখান  টাইগারদের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক।

বাংলাদেশ ক্রিকেট দলের চতুর্থ ব্যাটার হিসেবে এ অর্জন করলেন বাঁ-হাতি ব্যাটার মমিনুল হক। এর আগে এ রান ক্লাবে নাম লেখান মুশফিকুর রহিম (৫৬৭৬), তামিম ইকবাল (৫১৩৪) সাকিব আল হাসান (৪৪৬৯)

 এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দ্বিতীয় শেষ টেস্টে মাঠে নামার আগে টেস্ট ক্যারিয়ারে মমিনুল হকের ব্যক্তিগত সংগ্রহ ছিল হাজার ৯৭৫ রান ছিল তার। ৬০ ম্যাচে ১১২ ইনিংস খেলে এ রান সংগ্রহ করেন তিনি।  চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩টি চারে ব্যক্তিগত ৩৩ রান সংগ্রহ করেন মমিনুল। এর মধ্যে দিয়ে চার হাজার রানের ক্লাবে চলে যান তিনি।

২০১৩ সালের মার্চে গল- শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় মমিনুলের। এখন পর্যন্ত ৬১ টেস্টের ১১৩ ইনিংস খেলেছেন এ ব্যাটার। এর মধ্যে ১২টি সেঞ্চুরি ১৭টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার। ৩৮.৫৩ গড়ে ৪০০৮ রান সংগ্রাহক এ ক্রিকেটার।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর