পেঁয়াজ নিয়ে অস্বস্তিতে ভোক্তারা

নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারী ২০২৪

null

দেশের বাজারে কয়েক দফায় বৃদ্ধি পাওয়া পেঁয়াজের দাম এখনো কমেনি। বরং বেড়েই চলেছে। সম্প্রতি ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রফতানির অনুমতির ঘোষণার পরেও এর প্রভাব পড়েনি বাজারে। গত সপ্তাহে ১১০ টাকা কেজির পেঁয়াজ সপ্তাহ ঘুরতেই কেজিপ্রতিতে নতুন করে ১০ টাকা বেড়েছে। এ নিয়ে ভোক্তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এদিকে আগের দামেই বিক্রি হচ্ছে তেল চিনি। তবে বেশিরভাগ শাকসবজির দাম এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে। আগের তুলনায় কম দামে পাওয়া যাচ্ছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার কয়েকটি বাজারের তথ্য বলছে এ কথা। বাজার তথ্য বলছে, গত সপ্তাহে যে পেঁয়াজ ১১০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। সেই পেঁয়াজের কেজি সপ্তাহে ১২০ টাকা ক্ষেত্র বিশেষে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পেঁয়াজ বিক্রেতারা জানিয়েছেন, দুইদিন আগে ১০০ টাকায় কেনা পেঁয়াজ ১১০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু শুক্রবার সকালে পাইকারিই কেজি ১০৯ টাকায় কিনতে হয়েছে। ফলে ১২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। যেমন দরে কেনা, তার সঙ্গে সঙ্গতি রেখেই বিক্রি করা। লাভ একই থাকছে। বাড়তি দামে কিনলে বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে।

এদিকে, খোলা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সরকারি চিনির দাম বৃদ্ধির ঘোষণা ও কয়েক ঘন্টার পর সিদ্ধান্ত পরিবর্তনের ফলে কিছু ব্যবসায়ী শুক্রবার  খোলা বাজারে ১৪৫ থেকে ১৫০ টাকা কেজিতে চিনি বিক্রি করেছেন। তবে বেশিরভাগ ব্যবসায়ী ১৪০ টাকা কেজি দরে বিক্রি করছেন চিনি।

ওদিকে ভোক্তারা বলছেন, বাজারে তেল-চিনি-পেঁয়াজের দাম নাগালের মধ্যে নেই। কিছু দিনে আগের ৪০ টাকার পেঁয়াজের কেজি এখন ১২০-১৩০ টাকা। কিন্ত ভোক্তাদের কেনা ছাড়া কিছু করার নেই। বাজারের এমন দরে কীভাবে মানুষ ভালো থাকবে? তারপরও মেনে না নেওয়া ছাড়া ‍উপায় কী?

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর