ওয়ানডে ক্রিকেটও আর খেলবেন না অস্ট্রেলীয় ওপেনার ওয়ার্নার

নিজস্ব প্রতিবেদক
০১ জানুয়ারী ২০২৪

পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের মধ্য দিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টানার কথা জানানোর পর এবার ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরে যাওয়ার কথা বললেন অস্ট্রেলীয় ওপেনার জানালেন ওয়ার্নার। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর পর ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলার ইঙ্গিত দিয়েছেন তিনি। তার অবসরে অস্ট্রেলিয়াকে তরুণ ক্রিকেটাররা এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করেন এ ব্যাটার।

সোমবার ( জানুয়ারি) সংবাদ সম্মেলনে ওয়ানডে থেকে বিদায় নেওয়ার কথা জানান ওয়ার্নার। ভারতের মাটিতে বিশ্বকাপের ফাইনালই তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে।

ভারতে বিশ্বকাপ জেতাটা তার কাছে একটি বড় অর্জন ছিল উল্লেখ করে সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলেন, আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ফলে অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে পারব আমি।

এর আগে, ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাম সরিয়ে নেন ওয়ার্নার। তখনই গুঞ্জন ওঠে, নিজেকে কেবল টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে দেখতে চান ওয়ার্নার।

সেই গুঞ্জন সত্যি হলো।  ওয়ার্নার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওয়ানডেকে বিদায় জানালেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলবেন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটও।

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ওয়ার্নারের। একদিনের ক্রিকেটে ১৬১ ম্যাচ খেলেছেন তিনি। এসব ম্যাচে তার অর্জন ৩৩ অর্ধশতক ২২ শতক। তার ব্যাট থেকে এসেছে ৬ হাজার ৯৩২ রান।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর