অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে পরাজিত করে ফাইনালে উঠেছে বাংলাদেশ। তার আগে গ্রুপ পর্বে হাট্রিক জয়ে সেমিফাইনালে আসে বাংলাদেশের যুবারা। দুবাইয়ের মাটিতে ফাইনালেও নিজের বীরত্ব প্রকাশ করেছে মাহফুজুর রহমান রাব্বির দল।
আগামী রোববার (১৭ ডিসেম্বর) ফাইনাল ম্যাচে লড়তে মাঠে নামে যুবারা। প্রতিপক্ষ হচ্ছে আরেক সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া সংযুক্ত আরব আমিরাত।
সেমিফাইনালে মারুফ মৃধার বিধ্বংসী বোলিং আর আরিফুলের ৯০ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংসে ভর করে ভারতের বিপেক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস হেরে যায় টাইগাররা। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু শুরুতে টাইগার পেসার মারুফ মৃধার বোলিং তাণ্ডবে ৪২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৮ রানে শেষ হয় ভারতের ইনিংস। ভারতের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেছেন আভিষেক। আর মারুফ ৪ উইকেটের বিনিময়ে দেন ৪১ রান।
ব্যাটিংস ইনিংসের শুরুটা ভালো হয়নি যুবাদের । দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। প্রথম ওভারেই গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফেরেন ওপেনার জিশান আলম। দ্বিতীয় উইকেট জুটিতে রিজওয়ানকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন আশিকুর রহমান শিবলি। কিন্তু সেটাও লম্বা হয়নি। এ জুটি সংগ্রহ করে ১৯ রান। ষষ্ঠ ওভারে নামান তিওয়ারির বলে কাভারে শচীন দাসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রিজওয়ান। এরপর বড় ধাক্কাটা আসে শিবলির রানআউট।
এ অবস্থায় দলকে টেনে তুলতে দক্ষতার সঙ্গে হাল ধরেন আরিফুল ইসলাম। আহরার আমিনকে সঙ্গে নিয়ে ১৩৮ রানের জুটি গড়েন তিনি। ব্যক্তিগত ৯৪ রানের মাথায় বড় শট খেলতে গিয়ে কাটা পড়েন আরিফুল। সেঞ্চুরি মিস করলেও দলকে জয় থেকে মাত্র ১৭ রান দুরে রেখে ফেরেন তিনি। তার বিদায়ের পর দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে বসে যুবারা। এতে দর্শক গ্যালারিতে হতাশা ছিল টাইগার সমর্থকদের। তবে শেষ পর্যন্ত ৪২ দশমিক ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
বিডি/এস/এমকে