ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাবো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আমরা জ্ঞানভিত্তিক প্রযুক্তিনির্ভর হয়ে শিক্ষাদীক্ষায় এগিয়ে যাবো। বিজয়ী জাতি হিসেবে বিশ্বে স্থান করে নেবো।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ আশাবাদ ব্যক্ত করেন। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ অনুষ্ঠান হয়।
শেখ হাসিনা জানান, তার সরকারের টানা ১৫ বছরে দেশের অনেক পরিবর্তন হয়েছে। কেবল শহর কেন্দ্রিক নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যায় পর্যন্ত উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে পেরেছি। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হবে। দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিতে তার সরকারকে নানা ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে বলেও জানান তিনি।
সরকার বিরোধী দলগুলোর আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, দেশের মানুষকে পুড়িয়ে, হত্যা করে কিছুই অর্জন করা যায় না। কোনও কিছু অর্জন করতে হলে জনগণের শক্তির প্রয়োজন। তাই অগ্নিসন্ত্রাসের পথ পরিহার করে জনগণের কল্যাণে কাজ করার এবং তাদের পাশে থাকা প্রয়োজন। শেখ হাসিনা বলেন, আমি চাই তাদের চেতনা জাগ্রত হোক। জনগণের অকল্যাণ করে, তাদের পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না; অন্তত এ বিষয়টা যেন যারা এগুলো করছে, তারা বুঝতে পারেন।
এ সময় মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
বিডি/এন/এমকে