ঢাকা আসছে ইইউ নির্বাচনি অনুসন্ধানী অগ্রগামী টিম

নিজস্ব প্রতিবেদক
০৬ জুলাই ২০২৩

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)  ছয় সদস্যবিশিষ্ট একটি নির্বাচনি অনুসন্ধানী অগ্রগামী টিম শনিবার ( জুলাই) ঢাকা আসছে। দুই সপ্তাহ তারা ঢাকায় থাকবে। তারা জাতীয় নিবার্চন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স নিরাপত্তা ইত্যাদি বিষয়াদি মূল্যায়ন করবে। নির্বাচন কমিশনের( ইসি) আমন্ত্রণে তারা আসছে।

বৃহস্পতিবার ( জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রফিকুল আলম।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ টিম সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। তাদের কাছে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণের বিষয়ে ইইউ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে  বলে জানা গেছে।

বিডি/ এন/এমকে


মন্তব্য
জেলার খবর