 
                 
                                
                            
যুদ্ধের ২৭৩তম দিনে ইউক্রেনে নতুন করে হামলা রুশ সেনারা। রাজধানী কিভ, শিল্পনগরি খারকিভ, পরমাণু বিদ্যুৎকেন্দ্র জাপোরিজিয়ায় বৃহস্পতিবার আবার ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শীতের মৌসুমে ইউক্রেনবাসীকে বিপাকে ফেলতে বিশেষভাবে নিশানা করা হয়েছে বিদ্যুৎকেন্দ্রগুলিকে।
শুধু ইউক্রেন নয়, বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলায় বিপাকে পড়েছে প্রতিবেশী দেশ মলডোভাও। ইউক্রেনের একটি পানিবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ বুধবার বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়। সীমান্তবর্তী ওই কেন্দ্র থেকে মলডোভায় বিদ্যুৎ সরবরাহ করত ইউক্রেন। ফলে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেই বিদ্যুৎহীন হয়ে পড়েছে মলডোভার বিস্তীর্ণ এলাকা।
ইউক্রেনের বাসিন্দাদের শীতের মৌসুমে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার রুশ কৌশলের আঁচ পেয়েই চলতি সপ্তাহে ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, দেশ জুড়ে বিশেষ আশ্রয় শিবির খোলা হবে। সেখানে বিদ্যুৎ থাকবে, ঘর গরম রাখার ব্যবস্থা থাকবে, পানি, ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, ওষুধ, বিনামূল্যে যন্ত্রপাতি চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে। তবে শেষ পর্যন্ত ইউক্রেন সরকার কত জনের আশ্রয়ের ব্যবস্থা করতে পারবে তা নিয়ে সন্দিহান আমেরিকাসহ পশ্চিমী দেশগুলি।