 
                 
                                
                            
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ পার্টির নেতা ইমরান খানের ওপর বন্দুক হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার চলমান লং মার্চ চলা অবস্থায় তার ওপর এ হামলা চালানো হয়। পিটিআই নেতা ফারুক হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। সিনেটর ফয়সাল জাভেদও গুলিতে আহত হয়েছেন। পাকিস্তানের ওয়াজিরাবাদে এ হামলা হয় এবং সন্দেহভাজনকে এরইমধ্যে আটক করা হয়েছে।
বন্দুক হামলায় দলটির একজন কর্মী নিহত হয়েছেন। এছাড়া আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সিনেটর ফয়সাল জাভেদ। পিটিআই দলের শীর্ষ পর্যায়ের নেতা ফাওয়াদ চৌধুরীও এ হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইমরান খানের পায়ে গুলি লেগেছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহী এ হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এছাড়া তিনি স্থানীয় কর্তৃপক্ষকে ইমরান খানের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ ঘটনার নিন্দা জানিয়েছেন।