 
                 
                                
                            
কোনো মহিলাকে ফেরাতেন না। প্রথম বিয়ে করেন ১৪ বছর বয়সে। এরপর একে এক ৮৭টি বিয়ে করে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার মাজালেংকার বাসিন্দা কান। ৬১-তে পা দিয়েছেন। তবে বয়সের ভারে নুয়ে পড়ার পাত্র নন। এবার ৮৮তম বিয়ে করতে যাচ্ছেন তিনি।
বারবার বিয়ে করার জন্য ইন্দোনেশিয়ায় ‘প্লেবয় কিং’ নামে বেশ খ্যাতি রয়েছে কানের। এবারে তার সেই খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ৬১ বছর বয়সি কান পেশায় কৃষক। জানিয়েছেন, তিনি কোনও মহিলাকে ফিরিয়ে দিতে পারেন না।
তবে এবার যাকে বিয়ে করছেন কান, সেই পাত্রী কানেরই ৮৬তম স্ত্রী। নিজের প্রাক্তন সহধর্মিনীকে ফের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান তিনি। কান বলেন, ‘‘বহু দিন আগে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের সেই ভালোবাসা আজও প্রবল।’’ কান জানিয়েছেন, পাত্রীও তাকে খুব ভালোবাসেন। সেই কারণেই ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত। তবে তাদের প্রথম দফার বিয়ে সেবার এক মাসের বেশি টেকেনি।
কান প্রথম বিয়ে করেছিলেন তার থেকে দু’বছরের বড় পাত্রীকে। বিয়ের ভাঙার জন্য নিজেকেই দুষেছেন কান। সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমার আচরণ সেই সময় খুব খারাপ ছিল। আমার খারাপ ব্যবহারের জন্যই দু’বছর পরে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন আমার প্রথম স্ত্রী।’’ তবে খারাপ ব্যবহার বলতে তিনি কী বলতে চেয়েছেন, তা উল্লেখ করেননি।
কান জানিয়েছেন, প্রথম বিয়ে ভাঙার পরে তার রাগ হয়। আধ্যাত্মিক জ্ঞান আহরণের দিকে ঝোঁকেন তিনি। তার জোরেই ঠিক করে নিয়েছিলেন, এবার বহু মহিলা তার প্রেমে পড়বেন। কানের কথায়, ‘‘সে যাই হোক, মহিলাদের জন্য অসম্মানজনক, এমন কোনো কাজ আমি করি না। কারও মন নিয়ে খেলাও করি না।’’