মন্তব্য
                         
                 
                                
                            
টুইটারের অর্ধেক কর্মী ছেঁটে ফেলতে পারেন নতুন মালিক ইলন মাস্ক। ব্লুমবার্গ নিউজের রিপোর্ট অনুযায়ী, ৩৭০০ কর্মীর ছাঁটাই নাকি শুরু হবে চলতি মাসের গোড়া থেকে। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসও একটি প্রতিবেদনে এমন তথ্য জানায়।
প্রথম ধাপে সংস্থার মোট কর্মীর এক-তৃতীয়াংশকে ছাঁটাই করা হবে। তার পর ধীরে ধীরে কর্মীসংখ্যা অর্ধেক করা হবে। তবে ঐ প্রতিবেদনে এর বেশি জানা যায়নি।
টুইটারের কর্মপদ্ধতির মধ্যেও বদল আনতে চলেছেন মাস্ক। আগে এ সংস্থার কর্মীরা ‘এনিহ্যোয়ার পলিসি’ বা যেখান থেকে খুশি কাজ করতে পারতেন। কিন্তু এ নিয়মে পরিবর্তন আসতে চলছে। এরপর থেকে অফিসে এসেই সকলকে কাজ করতে হবে বলে পরিকল্পনা করেছেন মাস্ক। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে।