 
                 
                                
                            
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বে পরমাণু যুদ্ধ বাধাতে চাইছেন বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ইউক্রেন এখন ডার্টি বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, পশ্চিমারা যুদ্ধ দীর্ঘায়িত করে নতুন নতুন অস্ত্র চুক্তি করার পরিকল্পনা গ্রহণ করেছে।
ইউক্রেনের ওপর চাপ বাড়িয়ে বিপজ্জনক খেলা থেকে ইউক্রেনকে বিরত রাখতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ইউক্রেন জাপারোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাচ্ছে। রাশিয়া যদি এ কেন্দ্রকে রক্ষা না করত, তাহলে সেখানে এত দিনে মহাবিপর্যয় দেখা দিত।
রুশ মুখপাত্র বলেন, পশ্চিমারা ইউক্রেনে নতুন নতুন অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। তারা ইউক্রেনের ভূখণ্ডকে অস্ত্র পরীক্ষার কেন্দ্রে পরিণত করেছে। তারা ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করতে রাশিয়ার অর্থ-সম্পদ জব্দ করছে। তাদের কাছে ইউক্রেনের ভূখণ্ড বা ইউক্রেনের জনগণের কোনো মূল্য নেই। খবর পার্সটুডের।