চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ওপর আগের মতোই অর্থনৈতিক চাপ অব্যাহত রখার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটেরিএক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সুনাক ও জেলেনস্কি দুজনই এ বিষয়ে একমত যে, রাশিয়ার ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে। ঋষি সুনাক ও ভলোদিমির জেলেনস্কি খুব শিগগিরই সাক্ষাতে মিলিত হবেন বলে ওই মুখপাত্র জানান।
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছ থেকে টেলিফোন কল পেয়েছেন বলে স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি বিশ্বাস করেন, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সময় কিয়েভের সাথে লন্ডনের সম্পর্ক জোরদার হবে।
মঙ্গলবার দিনের প্রথম ভাগেই ঋষি সুনাক নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এ নিয়ে চলতি বছরে ব্রিটেনে তিন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে লিজ ট্রাস মাত্র ৪৯ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে বৃটেনের ইতিহাসে স্বল্পতম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছেন।